সিস্ট হল পানিভর্তি ছোট থলি। একাধিক সিস্টকে একত্রে পলিসিস্ট বলা হয়। ওভারি বা ডিম্বাশয় ফিমেল রিপ্রোডাক্টিভ অঙ্গগুলোর মধ্যে অন্যতম। ছোট ছোট সিস্ট (১০-১২টি) পুঁতির মালার মতো ওভারি বা ডিম্বাশয়কে ঘিরে রাখে। এই সিস্টের জন্য ওভারির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। পলিসিস্টিকের সমস্যা হল- শরীরে অতিরিক্ত মেদ জমা। ঠোঁটের নিচে, গালে বা চিবুকে এবং বুকে, পেটে, পিঠে পুরুষালি লোম গজায়, ওভারি থেকে মাত্রাতিরিক্ত পুরুষ হরমোন অ্যান্ড্রোজেন নিঃসরণ বেড়ে যায় বলে এ সমস্যা দেখা যায়। পিরিয়ডে অস্বাভাবিকতা দেখা যায়,...

